মনের দুঃখ রইল মনে ওরে সুবল ভাই।।
আমি যার জন্য কলঙ্কী হইলাম সুবল
তারে গেলে কোথায় পাই।।
আমি চৌদিকে অন্ধকার দেখি রে সুবল
যে দিকে নয়ন ফিরাই
সুবল রে রাধা ছাড়া বৃন্দাবনে ব্রজের শোভা নাই।।
সুবলরে গিয়া যদি রাধার লাগাল পাই
(আমার) অন্তরের দুঃখ রে সুবল বলব প্ৰাণের রাধার ঠাঁই।।
সুবল রে ভাইবে রাধারমণ বলে আমার কেহ নাই
আমার জিতে না পুরিল আশা মইলে যেন চরণ পাই।।