মনের দোষে ভুগব কত কাল।
বিষয় কুকাণ্ডে বিধি রাখলেন আমায় হামেহাল।।
মন আমার নারদ মণি, হতে চারগুণ মণি
মুখখানি হরির ধ্বনি, অন্তর খানি মাখাল ফল,
যেমন কলা তেমন ছলা
সাধে কি তোর হয়নে শাল।।
মন আমার হয় না সোজা
খেতে চায় সিদ্ধি গাজা কখনও মাহারাজা,
কখনও হয়-প্রজার হাল, কখন যোগী অনুরাগী
কখনও হয় মদ মাতাল।।
গোপাল চাঁদ ভেবে অস্থির
মন আমার জলের কুমীর,
কখনও শড়া ডুমুর
কখনও হয় আম কাঠাল।।