মনের ভাব বুঝে নবী মর্ম খুলেছে ৷
ও কেউ ঢাকা দিল্লি হাতড়ে ফেরে
কেউ দেখে কাছে ৷৷
ছিনা আর ছফিনার মানি
ফাঁকাফাঁকী দিন রজনী ,
ও কেউ দেখে মত্ত কেউ শুনে
আকাশ ধেয়েছে ৷৷
ছফিনায় শরার কথা
জানাইলে যথা তথা,
কারো ছিনায় ছিনায় ভেদ পুসিদায়
বলে গিয়েছে ৷৷
নবুয়তে নিরাকার কয়
বিলায়েতে বর্জোখ দেখায়,
অধিন লালন পলো পূর্ণ ধোকায়
এই ভেদ মাঝে ৷৷