দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা।
তারে ধরি ধরি মনে করি
ধরতে গিয়ে আর পেলাম না।।
সে মানুষ চেয়ে চেয়ে
খুঁজেতেছি পাগল হয়ে।
হৃদয়ে জ্বলছে আগুন আর নিভে না।
এখন বলে বলুক মন্দ লোকে
বিরহে প্রাণ আর বাঁচে না।
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা।।
পথিক কয় ভেবো নারে
ডুবে যাও রূপসাগরে।
বিরলে বসে করো রূপসাধনা।
আবার ধরতে গেলে মনের মানুষ
ছেড়ে যেতে আর দিওনা।
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা।।