(তাল একতালা)
মনের মানুষ ধরা, মন’রে ফেরা মুখের কথা নয়।
তারে ধরবি যদি নিরবধি, নে বধিরান্ধ বোবাশ্রয়।।
বধিরান্ধ বোবার স্বভাব ধর, তবে অধর ধরা পড়বে ধরা, তারে ধরার মতো ধর;
থাক যুতের ঘরে রূপ নিহারি, তবে মানুষ পাওয়া যায়।।
আমিত্ব দূর যখন হবে, তবে হবে যে ভাব বাহ্য স্বভাব, কিছু না রবে;
এই দশা তোর যখন হবে, দেখবি জগত মানুষ ময়।।
মনের মানুষ যদি ধরতে চাও, আত্মস্বার্থ ত্যজে প্রেমে ম’জে অনুগত হও;
হলে অনুগত মনের মত, মন মানুষ হবে সদয়।।
প্রেম নগরে হয় তার বসতি, ও সে প্রেমিক বড় ভালবাসে প্রেমে যার আর্তি;
ও সে প্রেমিক পেলে, করে কোলে, প্রেমশুন্য দেখিলে লুকায়।।
ডেকে বলে তারক রসনা, মনের মানুষ হরিশ্চন্দ্র কর উপাসনা।
এবার অশ্বিনী পূরবে বাসনা, মহানন্দের করুণায়।।