মনের মানুষ না হলে সই সে কি বুঝে প্রাণের ব্যথা
যেজন মন বোঝে না প্রাণ খোঁজে না
কসনে তারে মনের কথা।।
মনের কথা বললে যারে
মরমের ব্যথা সারে
খুঁজে যদি মিলে তারে হবে সফলতা;
সে যে কইবার আগে বুঝে নেবে
দেখে চোখের ব্যাকুলতা।।
অরসিকের রস নিবেদন
সে তো বুঝিবে না বেদন
সে বড়ো যাতনা ভীষণ সবি হবে বৃথা;
যেমন অন্ধের হাতে আয়না দিলে
হয় না তাতে মধুরতা।।
যে বেদনা কালক্রমে
রইলো সই আমরা মরমে
হয়তো তাহা এ-জনমে বলিবোনা কোথা;
যদি জন্মান্তরে দেখা পাই তার
জানবো দু:খের বারতা।।
মন-মানুষ মন মোহন সাজে
জাগবে কবে মনের মাঝে
দেহ মন লাগবে তার কাজে ত্যজে অসারতা
পাগল বিজয়ের অন্তরের মাঝে
রইলো শুধু আসন পাতা।।