ভবঘুরেকথা

(তাল-যৎ)
মনের মানুষ রতন ধরতে, যতন করছে অনিবার।
বদন পূর্ণশশী নাহি হাসি, সদা ধা ধা কার।

নিজের অঙ্গ পানে চেয়ে নয়ন কোণে
ধরে স্বীয় অঙ্গ, করে রঙ্গ, এ কি ব্যবহার।

পড়েছে ধরাতলে, কেবা ধরে তোলে,
বুঝি ক্ষুধানলে, অঙ্গ জ্বলে, নয়নে আশার।

সদা কচ্ছে রোদন, হারা হল ধন,
তার ‘ত সামান্য নয় মনের বেদন, বুক ফাটে আমার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!