ও তোর
মনের সাথে মন না মিশলে
শুধু খাতায় দিস না সই
আমার মত রসিক পাবি কই
ও-গো প্রাণো সই
আমার মত রসিক পাবি কই।।
আমি সত্য যুগে ছিলাম হরি
নেতাতে হই ধনুক রাম
সদায় সাথে তীর থাকিত
চেয়ে দেখনা হাতে বাম
তুইনা লো জানকির ঘরে
রাবন নিলো চুরি করে
দে – না সখী বল আমারে
সেই চেহারা রাখলি কই
আমার মত রসিক পাবি কই।।
দুপুরে রাখাল রাজা
মাঠে মাঠে গো চড়ায়
গুপিসনে বনে বনে
সদা আমি প্রেম বাড়াই
তুই-না লো সই
খোঁপায় করে
আমারে খাওয়াইতি দই
আমার মত রসিক পাবি কই।।
কলিতে গৌরাঙ্গ নামে
জন্ম নিলাম সংসারে
কলির জীব উদ্দার করিতে
নাম বিলাই ঘরে ঘরে
মাতাল রাজ্জাক কয় দূরে কেন
কাছে আসো কোলে লই
আমার মত রসিক পাবি কই।।