মনের হল মতি মন্দ।
তাইতে হয়ে রইলাম জন্ম অন্ধ।।
ত্যাজিয়ে সুধা রতন
গরল খেয়ে ঘটাই মরণ,
মানিনে সাধু গুরুর বচন
শেষে মূল হারায়ে হাইরে ধন্ধ।।
ভবরঙ্গে থাকি মজে
ভাব দাঁড়ায় না হৃদয় মাঝে,
গুরুর দয়া হবে কিসে
দেখি ভক্তিহীন এই পশুর ছন্দ।।
বালক বৃদ্ধ সকলি কয়
সাধু চিত্ত আনন্দময়,
লালন বলে তাইতে আমার
যায় না মনের নিরানন্দ।।