(রাগিণী ঝিঁঝিট-তাল একতালা)
মনে আশা যদি পাবে তাঁরে-
বিশ্বপ্রেম হৃদয়ে ধরে, কারণ বারিতে ভেসে যারে।।
কালী কৃষ্ণ শিবযোগে, ভালবাসা অনুরাগে,
নিতি নব উপভোগে বিলাসে রাখ আদরে।।
সুযোগে সুবোধজন, হয়ে অতি বিচক্ষণ,
সহজে কর সাধন, সে ধরে সদা অন্তরে।।
ধরিয়ে বহুত্ববাদ, একত্বে পূরাও সাধ,
যোগপূর্ণ হৃদি মাঝে, অভেদী প্রেম বিস্তারে।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত