(তাল-একতাল)
মনে এক বাঞ্ছা ছিল ঘ’টলনা আমার।
আমা হৃদি পদ্মে হরিচাঁদে সাজায়ে মিলাব চাঁদের বাজার।।
ভক্তগণ হইয়া তারা, আমার হরিচাঁদকে ঘিরিয়ে সবে দাঁড়াবে তারা,
ও সেই রূপে দিয়ে নয়ন তারা, আনন্দে রূপ রসে খে’লব সাঁতার।।
প্রেম কান্তি শান্তি জননী, আমার হরিচাঁদের বামে এসে দাঁড়াবেন তিনি।
দে’খব চাঁদের সঙ্গে চাঁদবদনী, রূপ দেখে যাবে মনের অন্ধকার।।
আমার মন মঞ্জরী হ’য়ে গেঁথে চাঁদের মালা চাঁদের গলে দিবে দোলায়ে।
দেবী শান্তি মায়ের আজ্ঞা পেয়ে, প্রেম সেবায় মত্ত রব অনিবার।।
মনে আমার বড় অভিলাস, সহস্রা কুঞ্জেতে সাজাইব মহারাস।
হ’বে শান্তি হরিরূপে প্রকাশ, ঐরূপে করেন যদি রাস বিহার।।
প্রেমানুগ মহানন্দ কয়, সেযে ভক্তের বাধ্য ভবারাধ্য ভক্তের মন যোগায়।
এবার সাধন গুণে হবে সদয়, অশ্বিনী সে সাধনা নাই তোমার।।