জন্ম মরণ সবই ঠকা
আর ঠকা মধুপুরে
মন আমার কি করবি আর
ঠকের বাজারে।।
ঠক প্রদান হয় নিরাঞ্জন
এ বিশ্ব করিয়া সৃজন
নিজেই হইয়া গোপন থাকে দূরে
ঠকই রাজা ঠকের প্রজা
তাতেই সব ঠকা পরে
মন আমার কি করবি আর
ঠকের বাজারে।।
কেহ বলে নামাজ রোজা
পেয়ে গেছি রাস্তা সোজা
পরলোকে খাব মজা
স্বর্গ পুরে আসল বিষয় জানতে চাইলে
কই যাইনা বাবা অতদূরে
মন আমার কি করবি আর
ঠকের বাজারে।।
গুরুর ঠকা শিষ্য করে
শিষ্যের ঠকা গুরু ধরে
আপন মন পরকে দিয়া পড়ছে ফেরে
মাতালেরে ঠকাইল
ঠক বাজারের মদনা চোরা
মন আমার কি করবি আর
ঠকের বাজারে।।