মন আমার মস্ত গাধা
খোঠায় বাধা এ সংসারে
খোল্লা চোখে ঠোল্লা পরা
কুলুর বলদ গাইনে ঘোড়ে।।
যখন ছিল পূণ শক্তি
নাহি নিলে আমার ভক্তি
তখন তুমি পাবে মুক্তি কেমন করে
এখন রিপুর বশে বসি হইয়া
ডাক মেরেছো ঘুমের ঘোরে
খোল্লা চোখে ঠোল্লা পরা
কুলুর বলদ গাইনে ঘোড়ে।।
মনে নিয়া দারুণ আশা
লাভ করিতে বানলা বাসা
সাহেব বিবি খেলবা পাশা
ছয় রং করে
কাম সাগরে ডুবলো তরী
পড়িয়া গোলামের ফেরে
খোল্লা চোখে ঠোল্লা পরা
কুলুর বলদ গাইনে ঘোড়ে।।
পুত্র কন্যা পরিবার
সুখের সময় সবাই তোমার
দু:খে পরলে হাহাকার কইরা মরে
কেউ কারো সাথী হবে না
যারে যেদিন যমে ধরে
খোল্লা চোখে ঠোল্লা পরা
কুলুর বলদ গাইনে ঘোড়ে।।
তাই বসে এক ধিয়ানে
ভাবছো বুঝি নির্জনে
ডাকলেও শুনোনা কানে
উচ্চ স্বরে অবাধ্য মন বাধ্য হল
গোল্লায় দিয়া মাতালেরে
খোল্লা চোখে ঠোল্লা পরা
কুলুর বলদ গাইনে ঘোড়ে।।