মন আর কতো কাল ঘুরবি সংসারের মোহমায়াতে,
তোর এই পথের শেষ হবে না
এই হাওয়া গাড়ির হাওয়াতে।।
স্বরূপ না চিনিয়ে যাহার রূপে মুগ্ধ মন
জ্বলে মরে রূপে দগ্ধ পতঙ্গের মতন;
আরো বারিজ্ঞানে হরিণ যেমন
মরে মরিচকাতে।।
দৃশ্য ভরা রূপের জগৎ বিশ্ববিমোহন
স্বরূপের উপরে থাকে রূপের আবরণ;
সে আবরণ করলে উন্মোচন
স্বরূপ জাগে হিয়াতে।।
রূপমুখর জগৎ যে অতিচঞ্চল
যেমন ক্ষণেক মাত্র স্থির থাকে না নদীর বুকের জল;
তবু নদী যে দেখি অবিকল
সংসারের এই সংঘাতে।।
পাগল বিজয় বলে, রূপের জগৎ অতিক্রম করে
অরূপের ধ্যান করতে চাহি স্বরূপ নগরে;
কবে মিলিবো অরূপের ঘরে
বিশ্বপতির দয়াতে।।