মন এখনো সাধ আছে
আল ঠেলা বলে,
চুল পেকে হয়েছে হুড়ো
চামড়া বুড়োর ঝুলমুলে।।
গায়ে ভষ্ম মেখে লোকেরে দেখাও
মনে মনে মনকলাটি খাও,
তোমার নাই সবুরই চাম কুঠরি
ছাড়বিরে আর কোনকালে।।
হেঁটে যেতে হাঁটু নড়বড়ায়
তবু যেতে সাধ মন বারোপাড়ায়,
ঢেংড়ার সুমার বুদ্ধি তোমার
ভুচ কুয়ারা জানলে।।
কেউ বলে পাগল বুড়ো পীর
আমার মন রয় না স্থির,
মন কি মুনাই নইলে কি ভাই
লালন কয় ভুরো সিজাই অকালে।।
………………….
এই পদটি অনেকে ফকির লালন সাইজির বলে তাদের গ্রন্থে উল্লেখ করলেও।
পদটি আদতেই ফকির লালন সাইজির কিনা তা নিয়ে সন্দেহ পষোণ করেছেন অনেক সাধুগুরু।