(তাল – আদ্দা)
মন কাঁদে মন মানুষ বলে।
বিষম বিরহানলে, মনের আগুণ দিগুণ জ্বলে।।
মন মানে না ধর্ম্মের শাসন, পুণ্য মুক্তি তুচ্ছ দুজন;
দেখতে চায় মন মানুষ রতন, বয়ান ভাসে নয়ন জলে।।
রুদ্র আগুন সইতে পারি, ব্রহ্ম আগুন তুচ্ছ করি;
বিচ্ছেদ আগুন সইতে নারি, প্রাণে মরি জ্বলে জ্বলে।।
মনের মানুষ মনোচোরা, মন না দিলে যায় না ধরা;
মনের মানুষ ধরবি তোরা, ডুব দিগে তার রূপ সলিলে।।
মনের মানুষ পাবার লাগি, গোলোকচাঁদ হল বিরাগী;
হীরামন হয় সর্ব্বত্যাগী, প্রেমসাগরে সাঁতার খেলে।।
বলে গোঁসাই মহানন্দ, মনের মানুষ হরিচন্দ্র;
অশ্বিনী তুই অজ্ঞানান্ধ, দেখলিনা রূপ নয়ন মেলে।।