মন কি ইহাই ভাবো আল্লাহ্ পাবো
মন কি ইহাই ভাবো আল্লাহ্ পাবো নবী না চিনে!
কারে বলিস নবী ও তার দিশে পেলিনে।।
বীজ মালেক সাঁই বৃক্ষ নবী
দিল ঢুঁড়িলে জানতে পাবি,
আমি বলবো কি সেই বৃক্ষের খুবই
তার এক ডালে দ্বীন আর ডালে দুনে।।
যে নূরে হয় আদম পয়দা
সে নবীর ত্বরিকও জুদা,
নূরের পেয়ালা দিলেন খোদা
তারে খোদ অঙ্গ জেনে।।
চার কারের উপরে দেখো
রাগ পাত্রে সে ছিল কে গো,
যদি পূর্ব পরের খবর রাখো
তবে বুঝবে লালন নবীর ভেদ মনে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….