মন কেন মায়ের চরণ ছাড়া,
মন কেন মায়ের চরণ ছাড়া।
ও মন, ভাবো শক্তি, পাবে মুক্তি,
বাঁধো দিয়ে ভক্তি দড়া,
ভাবো শক্তি, পাবে মুক্তি,
বাঁধো দিয়ে ভক্তি দড়া।
নয়ন থাকতে দেখলে না মন,
এমন তোমার কপাল পোড়া,
নয়ন থাকতে দেখলে না মন,
এমন তোমার কপাল পোড়া।
মা ভক্তে-ছলিতে তনয়া-রূপেতে
বেঁধে গেলেন ঘরের বেড়া।
ভক্তে-ছলিতে, মা-
ভক্তে-ছলিতে তনয়া-রূপেতে,
বেঁধে গেলেন ঘরের বেড়া।
মায়ে যত ভালোবাসে,
বোঝা যাবে মৃত্যু শেষে,
মায়ে যত ভালোবাসে,
বোঝা যাবে মৃত্যু শেষে।
ম’লে দণ্ড দুচার কান্নাকাটি,
শেষে দেবে গোবর-ছড়া।
যেই ধ্যানে একমনে,
সেই পাবে কালিকা তারা,
যেই ধ্যানে একমনে,
সেই পাবে কালিকা তারা।
ও মন, বের হয়ে দেখ, কন্যারূপে,
রামপ্রসাদের বাঁধছে বেড়া,
বের হয়ে দেখ, মন রে আমার-
বের হয়ে দেখ, মা কন্যারূপে,
রামপ্রসাদের বাঁধছে বেড়া,
মন কেন মায়ের চরণ ছাড়া,
মন কেন মায়ের চরণ ছাড়া।
[শ্যামা সংগীত]