(তাল কাশ্নিরী)
মন চল যাই বিদেশ ছেড়ে নিবৃত্তিপুরে।
তথায় আছে শান্তি মা আমার, দেখ মন্দিরে।।
বিদেশে বাণিজ্য দিয়ে, মা আছেন পথ পানে চেয়ে,
ভুলে রলি কি সুখ পেয়ে, এদেশে তোর বন্ধু কেরে।।
হয়ে রলি মায়ার সেবক, খুলে ফেল মণি মজক,
দুদিন পরে দেখবি নরক, দেশে যাওয়া হবে নারে।।
এদেশে রয় দিশে হরি, দিক ভুলায়ে করে চুরি,
নৌকায় দিবে কুঠার মারি, আপন আপন বলিস যারে।।
ধন অনুরাগের বৈঠে বেয়ে চল প্রেমের হাটে,
নাও লাগাসনে ভবের ঘাটে, শুল্লুক জাহাজ যাচ্ছে বুড়ে।।
গুরুচাঁদ তাই করছে মানা, ভবের ঘাটে কেউ যেওনা,
অশ্বিনী তোর মন ভালনা, ডাকলে কেন শুননারে।।