(তাল – গড় খেমটা)
মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি তারে।
নিত্য ধাম আনন্দ নগরে, চল যাই উজান মেরে।
সে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে, বিরাজ করে পরম রঙ্গে,
সাঁতার খেলে প্রেম তরঙ্গে, পুলক অন্তরে;
সে যে প্রেমের বাধ্য ভবারাধ্য, মরিস্ কেন তপ তপস্যা করে।।
যোগী ঋষি দিবানিশি, তত্ত্ব জ্ঞানী তত্ত্বমসি;
সাধন করে বনে বসি, থাকি অনাহারে;
তবু পায়না দেখা, বাঁকা সখা, যতদিন প্রেম নাহি সঞ্চারে।।
প্রেমানুগা হও মন আগে, ডাকরে তারে অনুরাগে;
কাজ কিরে তোর যোগে যাগে, সাধ্য সাধন করে;
ছেড়ে সাধন ভজন পৈশাচ বৃত্তি, বসে থাক নিবৃত্তি আগারে।।
ধন্য করি যুগ ধন্য, জীবকে হইয়ে সুপ্রসন্ন;
জন্ম নিল শ্রীচৈতন্য, যশোমন্তের ঘরে;
এবার নিহেতু প্রেম দিবার জন্য, এসেছে মানব দেহ ধরে।।
ওড়াকান্দী নিত্য ধামে, মত্ত আছে সহজ প্রেমে;
গেলে পরে ভাগ্যক্রমে, দেখবি সে অধরে;
গোঁসাই গুরুচাঁদের দয়া বিনে, অশ্বিনী দেখবি কেমন করে।।