মন জানে না মনের ভেদ
এ কি কারখানা,
এইমনে ঐমন করছে ওজন
কোথা সে মনের থানা।।
মন দিয়ে মন ওজন করায়
দুইমনে একমন লেখে খাতায়,
তারে ধরে যোগ সাধনে
ধর গে আসল নিশানা।।
মন এসে মনহরণ করে
লোকে ঘুম বলে তারে,
কতো আনকা শহর আনকা
নহর ভ্রমিয়ে দেখায় তক্ষণা।।
সদাই সে মন বাইরে বেড়ায়
বদ্ধ সে তো রয় না আড়ায়,
ফকির লালন বলে সন্ধি
জেনে কর গে মনের ঠিকানা।।