(তাল-কহরাবা)
মন তুই গুরু চিনে ধর
গুরুর চরণ অমূল্য ধন, সাধন যেয়ে কর।
মন তুই গুরু চিনে না ধরিলে, কেমনে হবি ভব পার।।
১। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর,
গুরু করলে মনুষ্য জ্ঞান, সাধন হয়না তার।
মনরে গুরুর করণ, অসীম তারন,
করতে পারলে হবি তার।।
২। সত্যবাদী জিতেন্দ্রিয়, পুরুষ যেই জন,
গুরু তারে করে দয়া, দিয়ে শ্রীচরণ।
সদা তাঁর ভাবনা ভাবে যে জন,
বিপদ না থাকে তার।।
৩। (ধরলে) অধর ধরা, হওগে মরা, যদি তারে চাও,
দেহ তরী ছেড়ে দিয়, হরি গুণ গাও।
হরি নামের গুণে উঠবে পারি, ভক্তি বাদাম টেনে ধর।।
৪। হরি গোসাই বলে দীনা, গুণন বলি এবার,
পারে যেতে ভয় করিস নে, গুরু করগে সার।
বেলা দন্ড চারি বোঝাই ভারী, দেখা যায়না কূল কিনায়।।
………………………….
রাগিনী-জয় জিয়ালই