(তাল-লোফা)
মন তুই দেখনা চেয়ে নয়ন দিয়ে
কেউ নয় আপন।।
মিছে আমার আমার ভেবে মর,
পরকাল কেন ভাবনা মন।।
১। ঐ দেখ ভ্রাতা পুত্র ঘরের নারী, নিদান কালে যার যার তারী
মায়ার ধাঁধাঁ দিন দুই চারি, নিশির স্বপনের মতন।।
২। ভাব ধরে খেল ভাবের খেলা, ঘুচবেরে তোর ভব-জ্বালা।
হরি নামে হওরে ভোলা, অন্তিমে ছোবে না শমন।।
৩। মন প্রাণ দিয়ে তারে, নিরন্তর ভাব অন্তরে।
দয়াল হরি দয়া করে, প্রাণ অন্তে দিবে শ্রীচরণ।।
৪। হরি গোসাইর বাক্য ধরি, বদন ভরে বল হরি।
দীনারে তুই দেখ বিচারি, হরি বিনে কি আছে ধন।।
……………………………….
রাগিনী-পানতুফানি