মন তোমার এই ভ্রম গেল না,
গেল না,
কালী কেমন তাই চেয়ে দেখলে না,
দেখলে না,
মন তোমার এই ভ্রম গেল না,
গেল না।
ত্রিভুবন যে মায়ের মূর্তি
জেনেও কি তাই জান না,
ত্রিভুবন যে মায়ের মূর্তি
জেনেও কি তাই জান না,
মাটির মূর্তি গড়িয়ে মন
করতে চাও তার উপাসনা,
মন তোমার এই ভ্রম গেল না,
গেল না।
জগৎকে সাজাচ্ছেন যে মা
দিয়ে কত রত্ন-সোনা,
জগৎকে সাজাচ্ছেন যে মা
দিয়ে কত রত্ন-সোনা,
কোন লাজে সাজাতে চাস তায়
দিয়ে চার ডাকের গহনা,
মন তোমার এই ভ্রম গেল না,
গেল না।
জগৎকে খাওয়াচ্ছেন যে মা
সুমধুর খাদ্যনানা,
জগৎকে খাওয়াচ্ছেন যে মা
সুমধুর খাদ্যনানা,
কোন লাজে খাওয়াতে চাস তায়
আলু চাল আর মুগ ভিজানা,
মন তোমার এই ভ্রম গেল না,
গেল না,
কালী কেমন তাই চেয়ে দেখলে না,
দেখলে না।
মন তোমার এই ভ্রম গেল না,
গেল না।
[শ্যামা সংগীত]