নৌকার ডালী গোরা খাইছে ঘুনে, কোন দিন জানি খায় গলুই।
মন তোর ভাঙ্গা নায়ে, কেমনে দিবি ছই।।(অবুঝ মন তোমারে কই)
কড়ই কাষ্ঠের নৌকারে তোর, বড়ই কাষ্ঠের ডালী
সারা জীবন চালাইলী তুই, দিয়া জোড়া তালি
ডেওরা খোলের তক্তা দিছে, অসারার রেণ্ডি কড়ই।।
আর কতো বুঝাবো তোরে, জীবন নদীর নাইয়া
পরকে শুধু পার করিলি, ঘরের মানুষ থুইয়া
কতো পাইলী নৌকা বাইয়া, হিসাব করে দেখলি কই।।
এতো ভুল করিলে মাঝি, পরে যাবি প্যাচে
ভাঙ্গা নৌকার পানি সেচে, কুল পাবি না শেষে
মাঝ দরিয়ায় ডুবলে নৌকা, হাসান কয় পালাবি কই।।