ভবঘুরেকথা
মহাত্মা ফকির লালন সাঁইজি

মন দুঃখে বাঁচি না সদাই।
সাড়ে তিন কাঠা জমির প্রমাণ তাই।।

কোনদিকে হয় খুশির বাগান
কতখানি হয় তার পরিমাণ,
কতখানি হয় অতিত-পতিত
কতখানি সে জলাময়।।

কেবা করে দফাদারি
কেবা করে চৌকিদারি,
তার হিসাব রাখে কোন কাচারি
হর সময়।।

বত্রিশ ফুল কারে বলে
দেহের বাও-বাতাসে কোনদিক চলে,
ফকির লালন কয় দেহের মূল
কোনদিকে রয়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!