মন দেহের খবর না জানিলে
মানুষ রতন ধরা যায় না,
আপন দেহে মানুষ আছে
কর তাহার ঠিকানা।।
জীবাত্মা পরমাত্মা
পরেমশ্বর আত্মা ঈশ্বর আত্মা,
ভূত আত্মা দিয়ে পঞ্চআত্মা
দড় হয় এদের চিনা।।
দলপদ্মে রঙ দেখলে পরে
তবেই চিনা যাবে আপনারে,
অন্যে কি তাই বলবে তোরে
কর গুরু সাধনা।।
ঘুমায় যখন এই মানুষে
মন মানুষ রয় দেশে দেশে,
লালন বলে গতি পাই উদ্দিশে
এমন অমূল্য ধন দেখলে না।।