(তাল-ঝাপ)
মন পাখি তুই হরি বলে বাহু তুলে ডাক দেখি।
ও তুই ডাকলে পরে দেখবি তারে, জুড়াবে তোর দুই আঁখি।
১। জংলি ভাষা ত্যাজ্য করে, হরি নাম বিরাগ ভরে,
প্রেমশ্বরে ডাক পাখি।
তবে পাখি জনম যাবে কেটে, যাবি শেসে প্রেমের হাটে,
নামে ঝরবে দুই আঁখি।।
২। সদা কর জোরা মালি, হেলা করে দিন খুয়ালি,
কার আশায় হয়ে সুখী।
পাখি চিরকাল কাটালি হেলে, কাঁদবিরে তুই নদীর কুলে,
হারাবি তোর দুই আঁখি।।
৩। স্থুলের কথা ভুলে গিয়ে, কু-কর্ম্মে রলি মজিয়ে,
পারের উপায় করলি কি।
পাখি এ দেহের গৌরব ছাড়, ভব পারের সম্বল কর,
তা বিনে তো গতি কি।।
৪। এসেছ ভবে কি ধন লয়ে, কি ভাবেতে যাও চলিয়ে,
রবির সুতকে বলিবি কি।
যে দিন হস্ত পদ বন্ধন করে, নিয়ে যাবে যমের ঘরে,
কি বলে দিবি ফাঁকি।।
৫। ভবে এসে রলি বসে, কাল কাটালি রঙ্গ রসে,
এমনি দিন যাবে নাকি।
হরি গোসাই বলে কর্ম্ম ফলে, দীনা গেলি রসাতলে,
বিষয় চিন্তা গায় মাখি।।
……………………………..
রাগিনী-ইরাহারা