ভবঘুরেকথা
জালাল উদ্দিন খাঁ

মন পাগল তুই যা বুঝিলে তাই হবে তোর শেষ কালে
সত্য-মিথ্যা আবোল-তাবোল, কত কিছুই লোকে বলে।।

ন্যায়-অন্যায় করে বিচার আপন মতে থাক এবার
খাটিবে না কারো অধিকার, আত্মশক্তি জেগে উঠলে।।

যে সাক্ষী দিতেছে প্রাণে, সবই সত্য এই জীবনে
মিছে তবে কি কারণে,ভাবা-গোনা হৃৎকমলে।।

বিশ্বাস করে হও সাহসী, আপনী বাজবে ভাবের বাঁশি
কাজ নাহি আর মক্কা কাশী,ভেবে জালাল উদ্দীন বলে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!