মন বাতাস বুঝে ভাসাওরে তরী।
তেঘাটা ত্রিবিনে বড়ো
তোড় তুফান ভারি।।
একে অসার কাষ্ঠের নাও
তাতে বিষম বদহাওয়া,
কুপ্যাঁচে কুপাকে প’লে
জীবনে মরি।।
মহাজনের ধন এনে
ছিটালি রে ত্রিবিনে,
মাডুয়া বাদীর মতন
যাবি ধরা পড়ি।।
কত শত মহাশয়
সেই নদীতে মারা যায়,
লালন বলে বুঝবো এবার
মন তোর মাঝিগিরি।।