মন বিবাগী বাগ মানে নারে।
যাতে অপমৃত্যু ঘটে
মন সদাই তাই করে।।
কিসে হবে আমার ভজন সাধন
মন হল না মনের মতন,
দেখে শিমুল ফুল সদাই ব্যাকুল
দু কুল হারালাম মনের ফেরে।।
মনের গুনে কেউ হয় মহাজন
ঠাকুর হয়ে কেউ নিত্য পূজা পায়,
আমার এমনে তো, আমায় করলো হত
মনকে বুঝাইতে নারে জনমভরে।।
মন কি মনাই হাতে পেলাম না
কেমনে আর করি সাধনা,
লালন বলে আমি, হলাম পাতালগামী
কী করিতে এসে গেলাম কী করে।।