মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে।
জানেনা কািঞ্চন খবর
রংমহলের খবর নিচ্ছে।।
ঠিক পড়ে না কুড়ো কাঠা
ধূল ধরে সতেরো গণ্ডা,
অকারণ খাটিয়ে মনটা
পাগলামি প্রকাশ করতেছে।।
যে জমির নাই আড়া দিঘালতা
কিরূপ কালি করে সেথা,
শুনি চৌদ্দ পোয়ার কথা
কুড়ো কাঠা কয় আন্দাজে।।
কৃষ্ণদাস পণ্ডিত ভালো
কৃষ্ণ লীলার সীমা দিলো,
তাঁর পণ্ডিতি চূর্ণ হলো
টুনটুনি এক পাখির কাছে।।
বামন হয়ে চাঁদ ধরতে যাই
অমনি আমার মন মনুরায়,
লালন বলে কবে কোথায়
এমন পাগল কে দেখেছে।।