মন ভুলো না কথার ছলে,
লোকে বলে বলুক মাতাল ব’লে
সুরাপান করি না আমি,
সুধা খাই জয় কালী ব’লে।
আমার মন-মাতালে মাতাল করে
আর মদ-মাতালে মাতাল বলে,
মন ভুলো না কথার ছলে।
অহর্নিশি থাকো বসি
হরব্রজেশির চরণতলে,
যখন ধরবে নেশা ঘুচবে দিশা
বিষয়-মদ খাওয়াইলে,
মন ভুলো না কথার ছলে।
মাতাল হলে বেতাল পাবে
বৈতালিক নিবে কোলে,
রামপ্রসাদ বলে নিদানকালে
পতিত হবে কোল ছাড়িলে,
মন ভুলো না কথার ছলে।
[শ্যামা সংগীত]