(তাল-একতালা : আগমনী কবিগান)
মন ভ্রমর রে হরিচরণ পদ্মে পড়
এবার প্রেমানন্দ ভরে, চরণপদ্মে পড়ে, নাম মধু পান কর।
ছিল বিরাজার কুলে, বিরাজের ছলে,
যমুনার জল এল তারপর।
রাধার প্রেম বন্যায় ভেসে, নবদ্বীপ এসে,
যুগল পদ্মে মিশে হন কি সুন্দর।
পেয়ে সুগন্ধির মধু, পিয়ে ভক্ত সাধু,
পূর্ববঙ্গ শুধু বাকী বল তার।
লয়ে মৃত্যুঞ্জয় লোচন, গোলক হীরামন,
শ্রীধাম ওড়াকান্দি পুনঃ অবতার।
পেয়ে পদ্ম ফুলের গন্ধ, তারক মহানন্দ,
প্রেম মকরন্দ পিয়ে অনিবার।
মথি নিল যবন হিন্দু, হরি প্রেম সিন্ধু,
হরিবর এক বিন্দু নাহি পেল তার।
কলির জীব ধন্যরে শ্রীহরি অবতার।
এল নিত্যানন্দ মহানন্দ তারকচাঁদ সদানন্দ শিবশঙ্কর।
এবার নন্দ হল যশোমন্ত বিশ্বামিত্র রামকান্ত সন্দীপন,
ভারতী তিন শক্তি একত্তরে (২) এল গোলকের নাথ,
সেই সীতানাথ, শুনে সেই গোলকচাঁদের হুহুঙ্কার।
প্রভুর কড়ার ছিল মায়ের সনে, জন্মিব ঐশান্য কোণে,
করেন সেই ইচ্ছা পূর্ণ অন্নপূর্ণা মার (২) স্বামী মহানন্দের
দয়া বিনে অগণ্য প্রেম শূন্য দীন হরিবর।
………………………………………………………………….
হরিবর সরকার