(তাল-খেম্টা)
মন ভ্রমর শুন বলি তোরে
শ্রী হরি নাম ফুলের মধু খাও উদর ভরে।
খেলে জন্ম মৃত্যু হবে বারণ, ভব ব্যাধি যাবে দুরে।।
১। প্রভাতে খাইও মধু, বেলা কৈর না,
লাগলে পবন ভানুর কিরণ, মধু পাবানা।
ফুলে না পেলে মধু – হবা চদু,
ঘটবে জ্বালা হেলা করে।।
২। হরি বিলাস ফুল বাগানে, যত যত ফুল,
আছে পুরা মধু ভরা, সৌরভে আকুল।
যত অলিগনে রয় সেখানে, ঐ নাম মধু পান করে।।
৩। উড়ে উড়ে হরি নাম গুণ, গেয়ে হও বিভোর,
ফুলের মধু খাওরে শুধু, ও মন মধুকর।
তবে প্রেমানন্দে সুখে রবি, ক্ষুধা তৃষ্ণা যাবে দুরে।।
৪। আদিত্য তাই অলি হয়ে, ভ্রমিয়ে বেড়ায়,
মধুর আছে মন উল্লাসে, ফুলে ফুলে ধঅয়।
হরি গোসাই কয় মধু না পায়, দীনবন্ধুর কর্ম্ম ফেরে।।
………………………….
লোকশিক্ষা
রাগিনী-লম্পট