ভবঘুরেকথা

(তাল – গড়খেমটা)
মন মালি তোর দেল বাগিচায় উ’ঠলরে ভক্তি মুকুল।
দিনে দিনে বাড়বে লতা ফুটবে প্রেমানন্দ ফুল।।
ফুটলে প্রেমানন্দ ফুল, হবে সৌরভে আকুল;
মুক্তি আশা ভক্তির নাশার ভেঙ্গে যাবে মূল;
নয়ন জলে ভাসবে দুকুল, মিলবেরে অকুলের কুল।।
লতা হইলে সবল, ফলবেরে সুফল;
হরি মাণিক ফলবে লতায় পথের সম্বল;
সে যে সাধনের ধন চিন্তামণি অনাদি যার না পায় মূল।।
লতায় বিঘ্ন অতিশয়, শোনরে মনুরায়;
বৈষ্ণব অপরাধ, হাতী মাথা, যেন না লওয়ায়,
যদি লতা শুণ্ডে জড়ায়, এক কালে করবে নির্ম্মূল।।
যেজন সুজন মালী হয়, ঐ লতার কৃপায়;
অনায়েসে প্রাপ্ত হয় সে হরি দয়াময়;
শেষে, প্রেমানন্দে সাঁতার খেলায়, ভাসিয়ে দিয়ে জাতিকুল।।
মহানন্দের এই বাণী, শোনরে অশ্বিনী;
ভক্তিলতায় সিঞ্চন করে প্রেম তরঙ্গিনী;
হুসার থাক দিন রজনী, দেখ জেন না হয় ভুল।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!