মন যদি যাবে বৃন্দাবন ছাড়বে কমতির সঙ্গ
সুসঙ্গে করবে গমন।।
যার দর্শনেতে আনন্দ বাড়ে রে অ পাষাণ মন
করে কৃষ্ণপ্রেমের উদ্দীপন।।
সচ্চিদানন্দ হরিপুরে রসের কুটা ঢাকা শহরে
আনন্দ মদন।।
আনন্দ চিন্ময় রস রে ও পাষাণ মন কেলি
গিরি গোবৰ্ধন।।
কামানুগা রসের গতি চব্বিশ গুরুর চব্বিশ বতি
উলটা গতি উলটা সাধন
ঠিক থাকে যেন নিক্তির কাটা বেকলে
অকালে হবে মরণ।।
মণিকুটা মণিপুরে অর্ধচন্দ্ৰ বিরাজ করে
ত্ৰিপুর্ণীহিত তিন ধারে এক মিলন।
নদীর ধারে চিনিয়া দিও পাড়ি রে পাষাণ মন,
কহে শ্ৰীরাধারমণ।।