মন হয়েছে মুচির কুকুর ফেন চাটা
সদা বেড়ায় ছু ছু করে, ছাড়ে না মন চাম চাটা।।
যায় না রে সে সাধুর দলে, গায়ে ফোটে লাউ কাঁটা
চামড়া ধোয়া পানি খেয়ে, গুরু নামটি ঘৃত মধু।।
পান করেন এক ফোঁটা, চামড়া লয়ে কামড়া কামড়ি
জন্ম ছুঁচো লেজ কাটা।।
চন্দন মাখিয়া গায়ে, সাধু কুলে হয়ে খোটা
যাদু-বিন্দু বলে চরণ ভুলে, অঙ্গেতে ছাই-এর ঘটা।।