তোমারে পাওয়ার পথে
কাফির হতে হয় যদি
তাও হবো স্বামী,
তোমারে না পাওয়ার পথের
মমিন হতে চাই না আমি।।
পতঙ্গেরা আগুনেতে
পরান দেয় আনন্দচিত্তে
নির্ভয়তে
তোমায় যদি পাই দেখিতে
আমিও পারি ঝম্ফ দিতে
অকুলে কী অনলেতে
হৃদয়েতে যথায় তুমি।।
প্রেম ধর্ম প্রেমের জাতে
পিরীতি তোমারই সাথে
ধন্য হই তোমার পিরীতে
কাজ নাই আমার ওহাবীতে
ঈমান আমার নূরতনেতে
তুমি ছাড়া সুখের বেহেশতো
অসুখ অশান্তি বদনামী।।
আমার এই দেহ রথে
হও সারথী তোমার মতে
তুমি চালাও তোমার পথে
নিবে তুমি যেখানেতে
থাকবে আমির উদ্দিন সেখানেতে
সকলই তোমার ইচ্ছাতে
চাই করুনাকামী।।