(তাল-একতালা)
মম কঠিন হৃদে মাগো হও অবস্থান।।
হও অবস্থান হও অবস্থান।।
১। হরি গোসাইয়ের দয়াগুনে, মাগিতেছি কায়মনে মা।
শ্রীহরি মা শান্তি দেবীর, বন্দী যুগল চরণ।।
২। গুরুচাঁদের কৃপা ডুরি, গলে দেও দয়ার মাধুরী মা।
এ অধমের সর্ব্ববাঞ্ছা করগো মা পূরণ।
৩। করি পদে এই মিনতি, এস কণ্ঠে সরস্বতী মা।
আমার নাহি শক্তি’ ভাব ভক্তি, নাহি আর্থীধন।।
৪। প্রথমে বন্দিলেম চরণ, পটরে বন্দী রূপের কিরণ মা।
(তব) রূপে গুনে ছড়াইল, এ তিন ভুবন।।
৫। পদযুগে সোনার নুপুর, বাদ্য হয় তার রুন ঝুনু মা।
রক্তজবা পদে দিয়ে করিয়াছ সাজন।
৬। জলপদ্ম রয় বাহু যুগে, মুক্তামালা গলে সাজে মা।
গজমতি হার গলে চূড়া শিরে ধারণ।।
৭। শ্বেতমাতা সরস্বতী, তব পদে করি স্তুতি মা।
তুমি বাগদেবী কণ্ঠেশ্বরী, ভুতলে মান্যবান।।
৮। কৃপাকর কৃপাময়ী, সে কৃপাতে ধন্য হই মা।
তুমি বীনাপাণি কণ্ঠধ্বনি, যোগাও মধুর বলি মা।
জগতে মা সে বোল আমার হয় যেন অখন্ডন।।
১০। জগৎ জোড়া নামটি তোমার চরণেতে দিয়েছি ভর মা
এই দীন হীন সন্তানে দেখ, দিয়ে দুটো নয়ন।।
১১। এই ভিক্ষা মা তব পদে, দয়া ধূলি দেও মোর হৃদে মা।
অধম দীনবন্ধুর সর্ব্ব কর্ম্মে রাখিও মা স্মরণ।।
…………………………….
সরস্বতীর স্তুতি
রাগিনী – ঝিঝিমারী