মরণ কারো কথা শুনে না।
যখন-তখন যেথায় সেথায়
দিতে পারে সদাই হানা।।
জাল পেতে ঐ ছলে
মহামায়া নেয় যে কোলে,
কথায় কথায় মানুষে বলে
আমার বলতে কেউ রইলো না।।
বেঁচে আছো এই আশ্চর্য
নাই কো কারো ব্রহ্মচার্য,
থাকতো যদি একটু ধর্য্য
ঐশ্বর্য আর গায়ে ধরতো না।।
মরবে বলে মনে রেখ
বেশি দিন বাঁচবে দেখ,
কথার মতো কথা শিখো
মরণের দিন যাবে জানা।।
নিজের হাতে বাচন মরণ
ভবা পাগলের সত্য বচন,
তা’রে বলে রাখ স্মরণ
অকালে মরণ হতো না।।