মরম জানা দরদিয়া রে বড়ো ব্যথার কথা জাগিলো মনে।
তোমার চরণের ছায়ায় ছিলাম মরণের ওপারে
সৃষ্টির প্রবাহে আমায় পাঠাইলে সংসারে-
সেই হতে আমি তোমারে দেখি নাই আর নয়নে
আমার আর কতো কাল কাটবে জীবন তোমা বিহনে।।
আসবার কালে বলেছিলে মনের মায়ায়
আবার আমায় ডেকে নিবে তোমার চরণের ছায়ায়-
আমি বসে আছি সেই ভরসায় গোধূলির শেষ লগনে
তুমি এসো বন্ধু ফিরে এসো শূন্যজীবনে।।
দাঁড়াইয়ে রয়েছি আমি সন্ধ্যার আঁধারে
মাঝখানে বিরহের নদী তুমি আমি দুধারে-
পারের তরি নাহি পারে পার হইবো কেমন
পার করোহে দীনবন্ধু এ-দীনজনে।।
স্বার্থ ছাড়া এ সংসারে কেউ কাছে আসে না
তোমার মতো অমন করে কেউ তো ভালোবাসে না-
তোমার দানে প্রতিদান চাহে না পরম দয়াল ভুবনে
তোমার মহিমা বিলায়ে ফেরে মলয় পবনে।।
ভুলে গেছি কবে তোমায় ছেড়ে এসেছি
কারে ভালোবাসতে আমি কারে ভালোবেসেছি-
নানা প্রবাহে ভেসেছি অজানা আকর্ষণে
আমি আর কতো বেড়াব ভেসে মোহের প্লাবনে।।
মায়ে যেমন ছেলের হাতে খাদ্য করে দান
সোহাগে ফিরে চায় কিছু সে নয় তাহার প্রতিদান-
পাগল বিজয় বলে, দেহমনপ্রাণ দান করলে নিজ গুণে
আমি সেই ণেবদ্য দিবো তোমার পদ্মচরণে।।