ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

মরার আগে ম’লে শমন জ্বালা ঘুচে যায়।
জানগে কেমন মরা কীরূপ
জানাজা তার দেয়।।

জ্যান্তে মরিয়ে সুজন
লয়ে খেলকা তাজ তহবন
ভেদ সাজায়;
রূপ ছাপাই হয় কিসে তাহার
কবর কোথায়।।

মরার শৃঙ্গার ধরে
উচিত জানাজা করে
সে যথায়;
সেই মরা আবার মরিলে
জানাজার কি হয়।।

কথায় হয় না সে মরা
তাদের করণ বেদ ছাড়া
ফকির লালন বলে সমঝে পর
মরার হার গলায়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!