মর জেন্দেগীর আগে
দেখে শমন যাক ভোগে।।
আয়ু ধাকিতে আগে মরা, সাধক যে তার এমনি ধারা
প্রেম উল্লাসে মাতোয়ারা, সে কি বিধির ভয় রাখে।।
মরে যদি ভেসে উঠে, সে-ত বেড়ায় ঘাটে ঘাটে
মরে ডোবে ঐ শ্রীপাটে, বিধির অধিকার ত্যাগে।।
হায়াতের আগে মরে, বাঁচে সে মউতের পরে
কররে মন এ সব দিশে, দুদ্দু কয় ডেকে।।