ভবঘুরেকথা

গৃহ হইতে যতদূর সম্ভব দূরে যাইয়া মৌনভাবে (দিবাভাগে উত্তর মুখ কও রত্রিকালে দক্ষিণ মুখ) ইহয়া মলমূত্র ত্যাগ করিবে। যজ্ঞাসুত্রযারী অবশ্য যজ্ঞসূত্রকে দক্ষিণ কর্ণে (গঙ্গা আছে বলিয়া) রক্ষা করিবে। আত্ম ছায়ায়, তরু ছায়ায়, সূর্য, চন্দ্র, অগ্নি, মন্দির, গো, ব্রাহ্মণ, গুরু ও বায়ুর অভিমুখে, কর্ষিত ক্ষেত্রে, গোচারণ স্থানে, পথে, মনুষ্য সমাকুলস্থানে, নদীতে, জলমধ্যে, শ্মশানে, ভষ্মে, গর্তে এবং দণ্ডায়মান অবস্থায় মলমূত্র ত্যাগ করিবে না।

মলত্যাগান্তে সযত্নে বাম হস্তদ্বারা উপাস্থ ধারণ করিয়া জল দ্বারা শৌচক্রিয়া সমাধা করিবে। উইমাটি, ইদুর মাটি, লাঙ্গলোঞ্চিত মাটি, জলমঞ্চ্যস্থ ও শৌচাবশিষ্ট ব্যতীত মৃত্তিকা দ্বারা লিঙ্গে একবার ও গুহ্যে তিনবার মৃত্তিকা ও জলশৌচ করণান্তর জলাশয়ে বা অন্যস্থানে যাইয়া পূর্ব্ব বা উত্তরাভিমূখে বসিয়া বাম হস্তে দশবার, উত্তর হস্তে সাতবার, দুই পদতলে তিনবার উত্তর মৃত্তিকা মর্দ্দন ও হস্তপদ ধৌত করিবে এবং নখ শোধন করিবে। (সাধারণ লোক মুখ ভালভাবে জলমাটি দ্বারা শৌচ করিবে, যেন কোনমতে দুর্গন্ধ না থাকে।) আজকাল কেহ কেহ সাবান ব্যবহার করেন।

……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!