ম’লে গুরু প্রাপ্তি হবে
সেতো কথার কথা,
জীবন থাকিতে যাকে
না দেখিলাম হেথা।।
সেবা মূল করণ তারি
না পেয়ে কার সেবা করি,
আান্দাজি হাতড়ে ফিরি
কোথা তার লতাপাতা।।
সাধন হবে এই ভবে যার
সেই রূপ চক্ষে হবে নিহার,
তাই বটে সেই রূপ সাকার
মেলে সে যথাতথা।।
ভজে পাই কি পেয়ে ভজি
কোন ভজনে হয় সে রাজি,
সিরাজ সাই কয় কি আন্দাজি
লালন ফকির মুড়ায় মাথা।।