আজব কারিগর ছায়া ছাড়া মসজিদ বানাইছে।
ছাফা মারোয়া দুইটা পাহাড় দুই দিকেতে দিয়াছে।।
মসজিদ শূন্যে রাখছে স্থির
চাঁদের আলো যায় না কখনো কিরণ নাই রবির
ময়ূর রূপে পাকপাঞ্জাতন আল্লার জিকির করতেছে।।
মসজিদের গুম্বজের ফাঁকে
এক দরোজায় তিনটা দুয়ার কৌশলে রাখে
ফকির সাধু ধেনে থাকে মসজিদ ঘেরা ঝাউ গাছে।।
মসজিদে বেহেস্তি সুফল
আসে প্রথম মাসের প্রথম দিনে আব হায়াতের জল
এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরা বাঁচে।।
মসজিদে আমিরউদ্দিন যায়
মাসে একদিন নামাজ পড়ে আলী-ফাতেমায়
বৎসরে ছত্রিরিশ দিনে তারই গর্ভে আসিতেছে।।