মহাপ্রভুর নৃত্য
নাচেরে নাচেরে প্রভু গৌর নিত্যানন্দ।
শান্তিপুরী সীতানাথ নাচে অদ্বৈত চন্দ।
পঞ্চবর্ষী শিশু নাচে শ্রীঅচ্যুতানন্দ।
গদাধর শ্রীবাস নাচে গৌর-ভক্তবৃন্দ।।
স্বরূপ রূপ সনাতন নাচে রায়রামানন্দ।
হরিদাস বক্রশ্বর নাচে সেন শিবানন্দ।।
দ্বাদশ গোপাল নাচে চৌষষ্টি মহন্ত।
উড়িয়া গৌড়িয়া নাচে গৌর ভক্তবৃত।।
দেখে রাজা প্রজাপরূদ্র পাইয়া আনন্দ।
সর্বভক্ত কৃপা কর আমি অতি মন্দ।
নাচেরে নাচেরে প্রভু নিত্যানন্দ।
গৌরভক্তি কর সাধু হয়ে প্রেমানন্দ।।
কীর্ত্তন
নিতাই গৌরাঙ্গ, গৌরাঙ্গ গদাধর।
জয়ী শচী নন্দন, জগজ্জন তারণ,
কলুষ নাশক অবতার।
জয় হাড়াই নন্দন, পদ্মাবতীর জীবন,
প্রেম প্রদানকারী অবতার।।
জয় সীতানাথ, শ্রীঅচ্যুত তাত,
গৌর আনিল দিয়া হুঙ্কার।
গদাধর অনুরাগে, শ্রীগৌরাঙ্গের বাম ভাগে,
দাঁড়ায়ে রহে (প্রেমে) মাতোয়ারা।।
শ্রীবাস আদি ভক্তগণ, করে জয় উচ্চারণ,
পূর্বরাগ গায় স্বরূপ দামোদর।
স্থাবর জঙ্গনচারী, সবে বলে গৌরহরি
কি লীলা করিলে প্রভু চমৎকার।।
বালক বৃদ্ধ পুরুষ নারী, নবে বলে গৌর হরি,
পারে যেতে চরণ তরী কর সার।
শুন শুন ভক্তগণ, অধমের নিবেদন,
নাম বিনে ভবার্ণবে গতি নাহি আরর।।