মহাভাবের মানুষ হয় যে জনা
দেখলে যায় চেনা, মন থাকে দমের ঘরে।।
সদা থাকে রূপনিহারে, অন্য রূপ ভাবে না
কাম নদীতে চর পরেছে, প্রেম নদীতে জল ধরে না।।
ফলের আশা করে না যে, ফুলের মধু পান করে যে, রসিক সুজনা
হেতু সঙ্গে নাই সম্বন্ধ, নিহেতু প্রেম বেচাকেনা।।
যার হয়েছে নিষ্ঠারতি, নির্জনে তার গতাগতি, করে জগতপতি সাধনা
মথুর রে তোর কর্মদোষে গুরুতে বিশ্বাস হলো না।।