কথা কয় আরে ঠারে।
বিনা তারে টেলি দিয়া
মাইটা ঘরে ঘর বানাইয়া।।
দিল্লী কি ঢাকার শহরে
খুঁজলে কি আর পাইবা তারে,
থাকিয়া এই দেহ ঘরে
খেলছে পাগল লুকি দিয়া।।
সময় সময় মুচকি হাসে
লন্ডনে তার শব্দ ভাসে,
চিঠি দেয় প্রতি মাসে
মায়নে করা চাকর দিয়া।।
যেমন দুগ্ধে মাখন আছে মিশা
অহিকে তা পায় না দিশা,
হইলে পরে সূক্ষ্ম গোয়াল
মাখন উঠায় ঘোল টানিয়া।।
মাতাল রাজ্জাক মদের নেশায়
বেভুর হইয়া যত ঘুমায়,
ঐরূপ আইসা গালে চুমায়
রাত কাটায় তার বুকে শুইয়া।।